স্পোর্টস ডেস্ক : লিভারপুলের কোচ হিসেবে অভিষেক মৌসুমেই প্রিমিয়ার লিগ জেতা আর্নে স্লট এবার দেখছেন মুদ্রার উল্টো পিঠ। টানা ব্যর্থতায় জিততেই যেন ভুলে গেছে তার দল। তবে ইংলিশ ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে মোটেও চিন্তিত নন বলে জানিয়েছেন ডাচ এই কোচ।
বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যানফিল্ডে পিএসভি আইন্দহোফেনের কাছে ৪-১ গোলে হেরেছে লিভারপুল। ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে ৩ গোলের ব্যবধানে হারল স্লটের দল। গত শনিবার প্রিমিয়ার লিগ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ৯টিতেই হেরেছে লিভারপুল। আর চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচের মধ্যে হারল দুটিতে।
দলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সের পর স্লটের কাছে জানতে চাওয়া হয়, বরখাস্ত হওয়ার বিষয়ে তিনি চিন্তিত কি না? জবাবে এই ডাচ কোচ বলেন, “আমি চিন্তিত নই।… এখানে নিজের পদ নিয়ে নয়, আমার মনোযোগ অন্যান্য বিষয় ঘিরে। আমি পর্যালোচনার চেষ্টা করি, যতটা সম্ভব খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করি।
এটা নিশ্চিত যে, গত মৌসুমে আমি যেভাবে তা করেছিলাম, এখন সেইভাবে করছি না। কারণ ব্যক্তিগত ভুলের কথা বললেও আমার মনে হয়, সেটাও একরকম দলীয় প্রচেষ্টারই ফল।
তাই আবারও বলছি, আমার আরও ভালো করতে হবে। প্রতিদিন আমি দলকে আরও ভালো করে তোলার চেষ্টাই করি এবং এটাতেই আমার পূর্ণ মনোযোগ।
চ্যাম্পিয়নস লিগে প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে লিভারপুল। অন্যদিকে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ছয়টি করে জয় ও হারে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে রয়েছে তারা।