শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ১২:১৫ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরার মাধ্যমে শেখানো হলো ইভিএমে ভোটদান পদ্ধতি

মো: আসাদুল্লাহ: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের  উপ নির্বাচন উপলক্ষে গম্ভীরার মাধ্যমে ভোটারদের শেখানো হলো ইভিএমে ভোটদানের পদ্ধতি। বুধবার বিকেলে নাচোল উপজেলার কাজলা বাজারে জনসচেতনতামূলক এই প্রচারের আয়োজন করে নির্বাচন কমিশন।

গম্ভীরার কথোপকথনের মাধ্যমে নানা সাইদুর রহমান ও নাতি খাবিরুদ্দিন তাদের আঞ্চলিক ভাষায় সকল ভোটারদের ইভিএমে ভোটদান পদ্ধতি হাতেনাতে শিখিয়ে দেন। এছাড়াও ইভিএমে ভোটদান পদ্ধতি সহজ এবং সময় কম লাগে বলে ভোটারদের জানানো হয়।

এই সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানসহ অন্যরা।

পরে রাতে নাচোলের সাঁওতালপাড়া, ভাতসা ও হাটবাকইল এলাকাতেও এই সচেতনতামূলক গম্ভীরার আয়োজন করে নির্বাচন কমিশন।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির দু’জন সংসদ সদস্য পদত্যাগ করলে আসন দুটো শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।  এই দুটি সংসদীয় আসনে উপ নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে  তফসিলও ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আসন দুটিতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে আগামী ১ ফেব্রুয়ারি।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়