শিরোনাম
◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, আতঙ্কে রাস্তায় মানুষের ভিড়, ধসে পড়েছে একাংশ ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৯:১৭ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩ জেলে

মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ

মামুন হোসাইন, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় মাছ ধারার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে দগ্ধ হয়েছেন।  দগ্ধ জেলেদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (২ অক্টোবর) রাত ৯টায় ঢালচরের চর নিজাম সংলগ্ন মেঘনা নদীর তিন চর এলাকায় এ ঘটনা ঘটে।

দূর্ঘটনার পরপরই ট্রলারে থাকা জেলেরা গুরুতর আহত অবস্থায় দগ্ধ তিনি জেলেকে উদ্ধার করে রাতেই চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। বিষয়টি ঢাল চরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওদার নিশ্চিত করেছেন।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলেরা হলেন- চর নিজাম গ্রামের মজির উদ্দিনের ছেলে নুর আলম, নাসির মাঝির ছেলে মোঃ মঞ্জ, রুস্তুম আলীর ছেলে হাবিব উল্লাহ।

ট্রলারে থাকা অপর জেলেরা জানান, রাতে নদীতে জাল ফেলে রাতের খাবার রান্না কাজ করছিলেন তিন জেলে। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই তাদের রান্নার কাজে ব্যবহরিত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দ করে বিস্ফোরণ হয়, এতে তিন জেলে দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তিন জেলেকে উদ্ধার করে রাতে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। তবে সিলিন্ডার বিস্ফোরণের কাছে থাকা জেলে নুর আলমের শরীরের বেশী অংশ পুড়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাইয়াজ উদ্দিন খান জানান, দগ্ধ তিনজনের মধ্যে নুর আলম নামের একজনের অবস্থা খুবই সংকটাপন্ন। তার শরীরের প্রায় এক তৃতীয়াংশ পুড়ে গেছে। অপর দুই জনের শরীরের প্রায় ২০ ভাগেই অগ্নিদাহের ক্ষত রয়েছে। তাদের নিবির পরিচর্যায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।  

ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওদার জানান, খবর পেয়ে তৎক্ষনিক দগ্ধ তিন জেলেকে অপর জেলেদের সহায়তায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধ জেলেদের মধ্যে নুর আলম নামের একজন জেলের অবস্থা খুবই সংকটাপন্ন। 

দক্ষিণ আইচা থানার ওসি মোঃ সাখাওয়াত হোসেন জানান,জেলেদের পক্ষ থেকে কেউ জানায়নি। তবে খোঁজ খবর নেয়া হবে। সম্পাদনা: এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়