স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট হ্যাম সোমবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, ২৭ বছর বয়সি কাস্তেলানোসের সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছে। পাশাপাশি চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
২০২৩ সালে ইতালির সিরি 'আ'র ক্লাব লাৎজিওতে যোগ দেন কাস্তেলানোস। ক্লাবটির হয়ে ৫২ ম্যাচে ১৬ গোল করেছেন তিনি। এর মধ্যে গত মৌসুমেই ১০ গোল করে নজর কাড়েন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। - সময়নিউজ
ওয়েস্ট হ্যামের বিবৃতিতে আরও জানানো হয়, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মঙ্গলবারের (৬ জানুয়ারি) ম্যাচ থেকেই কাস্তেলানোসকে দলে পাওয়া যাবে।
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে কঠিন সময় পার করছে ওয়েস্ট হ্যাম। অবনমন অঞ্চলে থাকা দলটি টানা নয়টি লিগ ম্যাচে জয় পায়নি। ২০ ম্যাচ শেষে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে আছে তারা।