আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া, ভারতে আয়োজিত আসন্ন বিশ্বকাপসহ চলমান বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিসিবি সভাপতির নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত রয়েছে।
বৈঠকে আইপিএল ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপট, এর আইনগত ও কূটনৈতিক দিক, পাশাপাশি ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কিনা; তা ঘিরে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া বাংলাদেশ ক্রিকেটের সার্বিক স্বার্থসংশ্লিষ্ট চলমান নানা বিষয়ও এ বৈঠকে আলোচ্য হতে পারে বলে জানা গেছে।