শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের গড়া সংস্থা থে‌কে পদত‌্যাগ কর‌লেন ‌নোভাক জকোভিচ

স্পোর্টস ডেস্ক : সা‌র্বিয়ান টে‌নিস কিংবদন্তী নোভাক জকোভিচ ছয় বছর আগে পেশাদার টেনিস প্লেয়ার্স সংস্থা প্রতিষ্ঠার অন‌্যতম কারিগর ছিলেন। রোববার (৪ জানুয়ারি) নাটকীয়ভাবে সেই সংস্থা থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং সার্বিয়ার এ টেনিস কিংবদন্তি। সংগঠনের স্বচ্ছতা ও পরিচালনা পদ্ধতির প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন তিনি।

২৪টি গ্র্যান্ডস্লাম জয় করা নোভাক জকোভিচ কোর্ট ছাপিয়ে বাইরেও বেশ আলোচিত। ২০২০ সালে পেশাদার টেনিস খেলোয়াড়দের অধিকার আদায়ে প্রতিষ্ঠা করেন প্রফেশনার টেনিস প্লেয়ার অ্যাসোসিয়েশন (পিটিপিএ)।

মাত্র কয়েক বছরের মাথায় নিজের গড়া সংগঠন থেকে ইস্তফা দেন সার্বিন এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেন সংগঠনটির বর্তমান মূল্যবোধের সাথে দূরত্ব বাড়ার কথা। তাই সব বাদ দিয়ে আপাতত খেলা ও পরিবার নিয়েই সময় কাটাতে চান তিনি।

জকোভিচ বলেন, 'পিটিপিএ প্রতিষ্ঠার সময় খেলোয়াড়দের অধিকার আদায়ে যে স্বপ্ন দেখেছিলাম তার জন্য আমি গর্বিত। তবে এটা স্পষ্ট হয়েছে যে, আমার মূল্যবোধ এবং কর্মপদ্ধতি এখন আর সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন আমার সব মনোযোগ কেবল টেনিস আর পরিবারকে ঘিরেই থাকবে।

সম্প্রতি এটিপি এবং ডব্লিউটিএ'সহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল পিটিপিএ। সেই মামলার বিভিন্ন ক্ষেত্রগুলোতে দ্বিমত ছিল জকোভিচের।

মূলত, দৃষ্টিভঙ্গির এই পার্থক্যই তাকে সরে যেতে বাধ্য করলো। তবে সবকিছু পেছনে ফেলে ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে পূর্ণ মনোযোগ দিতে চান জকো।

উল্লেখ্য, নোভাক জকোভিচের সরে যাওয়ায় পিটিপিএ'র ভবিষ্যৎ এখন চ্যালেঞ্জের মুখে। তবে সমর্থকদের প্রত্যাশা, মাঠের বাইরের এই বিতর্কের জবাব টেনিস কোর্টে র‍্যাকেট হাতে দেবেন এই তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়