স্পোর্টস ডেস্ক : চাকরীর বয়স মাত্র ১৪ মাস। এরই মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন রুবেন আমোরিম। ক্লাবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের অবনতি এবং সাম্প্রতিক সময়ে মাঠের হতাশাজনক পারফরম্যান্সের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে বোর্ড ও ক্লাবের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমোরিমের মতপার্থক্য চরমে পৌঁছায়। বিশেষ করে সম্পর্ক আরও জটিল করে তোলে ক্লাব পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রকাশ্য সমালোচনার পর। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সম্পর্ক ভেঙে পড়ায় আমোরিমকে বিদায় দেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
পরিসংখ্যান অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে থাকা ৬৩ ম্যাচের মধ্যে মাত্র ২৪টিতে জয় পেয়েছেন আমোরিম। ইউনাইটেডের ইতিহাসে এটি অন্যতম দুর্বল কোচিং রেকর্ড।
আমোরিমের জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার। নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেয়া পর্যন্ত দল পরিচালনা করবেন তিনিই।