শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তাফিজের অসম্মান বিসিবির কা‌ছে গ্রহণ‌যোগ‌্য নয়, আমরা মর্মাহত : বুলবুল

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। শুধু বাংলাদেশে নয়, এটি এখন পুরো বিশ্বে আলোচনার অন্যতম টপিক। যা নিয়ে শুরু হয়েছে পক্ষে বিপক্ষে কথা।

নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে দলটি। যা ভালোভাবে নিচ্ছে না বিসিবি। এটাকে মুস্তাফিজের অসম্মান হিসেবে দেখছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এ সংস্থা।

মুস্তাফিজ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘মুস্তাফিজ আমাদের দেশের অন্যতম সেরা একজন খেলোয়াড়। আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। এখানে অনেক সাবেক ক্রিকেটাররা আছেন। ক্রিকেটাররা যখন খেলতে যায় তখন তার সম্মান নিয়ে ক্রিকেট খেলে। আমাদের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যারা আছেন, এটা ভালোভাবে নেই না। কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অসম্মান করা হয়, আমরা তাতে মর্মাহত।

ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলারও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থার উত্তরের অপেক্ষায় আছে তারা। এরপর জানা যাবে পরবর্তী পদক্ষেপ।

বুলবুল বলেন, ‘আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে নিরাপদ বোধ করছি না যে আমাদের দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি কী বলতে চাচ্ছি। আমাদের কাছে মনে হয়েছে নিরাপত্তা একটা বড় চিন্তার বিষয় এবং সেটা অনুসরণ করছি। তারা আমাদের বলবে। তাদের উত্তরের ওপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব।

এই সিদ্ধান্তে ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যতের দ্বিপক্ষীয় সিরিজেও কোনো প্রভাব পড়বে কি না, এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘দুই দেশের ক্রিকেট যে সব দ্বিপক্ষীয় সিরিজ হবে আর বিশ্বকাপে খেলতে যাওয়া ও নিরাপত্তার বিষয় আরেকটা ব্যাপার। আপাতত বিশ্বকাপের যে ব্যাপারটা আছে সেটা নিয়েই আমরা চিন্তা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়