স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে চলছে কোচ ছাঁটাই-পদত্যাগর মহাযজ্ঞ। চারদিনের ব্যবধানে বিশ্বের বড় দুই ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচকে ছাঁটাই করে কর্তৃপক্ষ। যদিও এনজো মারেস্কার বিষয়টি ভিন্ন। দুপক্ষের সমাঝোতার ভিত্তিতেই ক্লাব ছেড়েছেন তিনি।
প্রিমিয়ার লিগের ছাঁটাইয়ের আঁচ লেগেছে স্কটল্যান্ড ঘরোয়া লিগেও। মাত্র ৮ ম্যাচে দল পরিচালনা করার পর ছাঁটাই হয়েছেন ক্লাবটির ফরাসি কোচ উইলফ্রিড ন্যান্সি। আজ এক বিবৃতিতে ৪৮ বছর বয়সী কোচের বরখাস্তের কথা জানায় চেল্টিক। ---- টি স্পোর্টস
এর আগে এমএলএসের প্রতিদ্বন্দ্বী ক্লাব মন্ট্রিয়লের কোচ ছিলেন ন্যান্সি। ২০২৩ সালে তাঁর অধীনে কলম্বাস এমএলএস কাপ জেতে। এরপর মেক্সিকান ও আমেরিকান দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত লিগস কাপও জেতে তারা। সেই মৌসুমে লিগে রানার্সআপ হয় কলম্বাস।
তবে ২০২৪ সালে এমএলএসের বর্ষসেরা কোচ নির্বাচিত হলেও পরের বছর তাঁর দল ইস্টার্ন কনফারেন্সে সপ্তম এবং সামগ্রিকভাবে ১২তম স্থানে নেমে যায়।
চেল্টিক ছাড়ার সময় ন্যান্সির সাম্প্রতিক কোচিং পরিসংখ্যানও খুব একটা স্বস্তির নয়—শেষ ২০ ম্যাচে তিনি জিতেছেন মাত্র পাঁচটিতে। আর চেল্টিকের হয়ে ৮ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় দেখেছেন ন্যান্সি।