শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বদলে বাংলাদেশি সিনেমার শুটিংয়ের নতুন গন্তব্য শ্রীলঙ্কা

আগামী ঈদে মুক্তির তালিকায় থাকা একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং ভারতে হওয়ার কথা ছিল। আবার অভিনয় ও কারিগরি সহায়তায় যুক্ত হওয়ার কথা ছিল ভারতীয় শিল্পী-কলাকুশলী। প্রস্তুতিও নিয়েছিলেন প্রযোজক ও পরিচালকেরা। 

কিন্তু অনুমতি পেতে দীর্ঘসূত্রতা, ভিসা–জটিলতা, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের শিল্পী-কলাকুশলীদের একে অন্যের দেশে কাজ করার ক্ষেত্রে অস্বস্তি ইত্যাদি কারণে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছেন তারা। ভারতের পরিবর্তে এখন বাংলাদেশি সিনেমার শুটিংয়ের নতুন গন্তব্য হয়ে উঠছে শ্রীলঙ্কা।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। এর পর থেকেই ভারতের বিভিন্ন স্থানে শুটিংয়ের বিষয়ে নতুন করে ভাবতে শুরু করে দেশের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান।

‘রাক্ষস’ সিনেমার পরিচালক মেহেদী হাসান ২৮ সদস্যের একটি ইউনিট নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন গত রোববার। 

পরিচালক জানিয়েছেন, সেখানে টানা ১৮ দিনের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। মেহেদী হাসান জানালেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের ভিসা পাওয়ার পরিবেশ আগের মতো অনুকূলে থাকবে না।  

অন্যদিকে যে ধরনের লোকেশন আমাদের দরকার, শ্রীলঙ্কায় তা আছে এবং সুন্দরভাবে শুটিং করাও সম্ভব। তাই আমরা শ্রীলঙ্কাকে বেছে নিয়েছি।’ রাক্ষস ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। তার পাশাপাশি বলিউডের একজন খল অভিনেতারও শ্রীলঙ্কার শুটিংয়ে যুক্ত হওয়ার কথা রয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশে শুরু হচ্ছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন’ ঢাকার শুটিং। শাকিব খান অভিনীত ছবিটি ঈদে মুক্তির লক্ষ্যেই তৈরি হচ্ছে। 

প্রাথমিকভাবে ছবিটির বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল ভারতের হায়দরাবাদে, পরে শুটিংয়ের পরিকল্পনায় যুক্ত হয় কলকাতা। সর্বশেষ সিদ্ধান্ত, এ ছবির শুটিংও হবে শ্রীলঙ্কায়। ইতোমধ্যে পুরো টিম সেখানকার কয়েকটি লোকেশন ঘুরে দেখেছে। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে আবেদন করেও ছবিসংশ্লিষ্ট অনেক সদস্যের সময়মতো ভিসা না হওয়াতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে কিছু না বললেও ‘প্রিন্স’ টিম–সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, যেহেতু ঈদের ছবি, ভারতের ভিসার জন্য অপেক্ষা করলে কাজ পিছিয়ে যাবে। একই ধরনের লোকেশন শ্রীলঙ্কায় পাওয়া যাচ্ছে, তাই সেখানে টানা শুটিং করার সিদ্ধান্ত নিয়েছে টিম। এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতের কিছু অংশে শুটিং করতে পারে।

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকছেন। তাদের মধ্যে কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু ও ঢাকার তাসনিয়া ফারিণের নাম প্রকাশ্যে এসেছে। তৃতীয় নায়িকা ঢাকার হলেও নাম এখনো প্রকাশ করা হয়নি। বিষয়টি চমক হিসেবেই রাখতে চায় পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান।

নাম প্রকাশ না করার শর্তে আরও তিনটি ছবির পরিচালক ও প্রযোজক জানিয়েছেন, তারা ভারতে গানের শুটিং করার কথা চিন্তা করলেও এখন শ্রীলঙ্কাতে করবেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, এ বছরের আরও তিনটি ছবির শুটিং ভারতের বিভিন্ন লোকেশনে করার পরিকল্পনা থাকলেও সে সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন পরিচালক ও প্রযোজক। তাদেরও পছন্দ শ্রীলঙ্কা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বৈচিত্র্যময় ভারতের লোকেশনও ব্যবহার করতে চান তারা।

শুধু সিনেমা নয়, বড় বাজেটের বেশ কয়েকটি গানের শুটিংয়ের ক্ষেত্রেও ভারতকে বাদ দিয়ে শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পী। 

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা জানান, বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে না যাওয়া পর্যন্ত শুটিংয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে বারবার ভাবতে হচ্ছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়