নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালী সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে কিশোর গ্যাং চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ। শনিবার দুপুরে তাদের আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শহরে বিশৃংখলা সৃষ্টি, সাধারণ মানুসকে ফাঁদে ফেলে অর্থ আদায়সহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আটককৃতরা হলেন,পৌর শহরের চার নাম্বার ওয়ার্ডের মৃধা বাড়ি এলাকার মুরাদ মৃধার ছেলে তালহা মৃধা(২০),পিটিআই স্কুলের পেছনে মজিবর প্যাদার ভাড়াটিয়া কুয়াকাটা সংলগ্ন আলীপুর এলাকার রিপন হাওলাদারের ছেলে আল কাইয়ুম রিফাত(২১), থানাপাড়া মন্টু চৌকিদারের ভাড়াটিয়া নলছিটি কয়ার চর এলাকার জসিম খানের ছেলে নাজমুল হাসান(১৯) ও শেরেবাংলা সড়ক সীমা চৌধুরীর ভাড়াটিয়া মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এলাকার রিপন সিকদারের ছেলে সিয়াম সিকদার আকাশ।
তিনি আরো জানান,সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।
এদিকে পুলিশের সাড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যদের আটকের খবরে স্বত্তি প্রকাশ করেছেন একাধিক ব্যাক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা কন্যা শিশু অধিকার রক্ষা ফোরামের সাধারণ সম্পাদক নিনা আফরিন,সুজন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্তসহ একাধিক সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ সদর থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। শহরের আইন শৃংখলা ও পরিবেশ ঠিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত রাখতে পুলিশ বিভাগের প্রতি অনুরোধ জানান তারা