শিরোনাম
◈ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোতে বড় পরিবর্তনের আভাস ◈ দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ, ভরি কত? ◈ নৌবাহিনীর ১৭ যুদ্ধজাহাজ মোতায়েন মা ইলিশ রক্ষায় ◈ বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে: মার্কিন টিআইপি রিপোর্ট ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং ◈ মার্শের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া ◈ এন‌সিএল, ৩ বলে ৩ উইকেট হারা‌নোর প‌রেও জিত‌লো রাজশাহী  ◈ সউদী রাষ্ট্রদূতের প্রেমে পড়ে বিপর্যস্ত সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলমের: ইন্ডিপেন্ডেন্ট ইউকের প্রতিবেদন ◈ কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম ◈ বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার মেঘনায় জেলেদের জালে দুই রাজা ইলিশ

রাজা ইলিশ হাতে জেলে আবুল কাশেম মাঝি।

ফরহাদ হোসেন, ভোলা : ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪ কেজি ওজনের দুই রাজা ইলিশ। এর মধ্যে ১টি ইলিশের ওজন আড়াই কেজি ও অপরটির ওজন দেড় কেজি। মাছ ২টি ডাকে (নিলামে) সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার সদর উপজেলার শিবপুর মাছঘাটে আলমগীর ব্যাপারীর আড়তে মাছ ২টি ডাকে সর্বোচ্চ দামে কিনে নেন মো: বাচ্চু ব্যাপারী। 

আবুল কাশেম মাঝি জানান, ৯ জেলে নিয়ে তিনি মেঘনা নদীর সাগর মোহনায় মাছ শিকারে যান।  নদীতে জাল ফেলে তোলার সময় তাদের জালে ২টি রাজা ইলিশ ধরা পড়ে। পরে মাছ ২টি শিবপুর মাছঘাটে নিয়ে এলে আলমগীর ব্যাপারীর আড়তে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। অভিযানের শেষ দিনে রাজা ইলিশ পেয়ে খুশি তিনি।

আড়তদার আলমগীর ব্যাপারী বলেন, শুক্রবার স্থানীয় আবুল কাশেম মাঝি ২টি রাজা ইলিশ ঘাটে নিয়ে এলে সাড়ে ১০ হাজার টাকা দাম ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় বাচ্চু ব্যাপারী। মো: বাচ্চু ব্যাপারী জানান, তিনি ইলিশ ২টি সাড়ে ১০ হাজার টাকায় কিনে নিয়েছেন। এগুলো ঢাকার মোকামে পাঠাবেন। সেখানে ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। এ রকম বড় ইলিশ সচরাচর দেখা মিলে না। তাই ঢাকার মোকামে বড় ইলিশের চাহিদা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়