ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া মৃতপ্রায় নরসুন্দা নদীর পানি প্রবাহ নিশ্চিতে ময়লা অপসারণ করেছে জেলা যুবদল।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বড় বাজার ব্রিজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এসময় ব্রিজের মুখে ও নদীর দুই তীরে জমে থাকা প্লাস্টিক, বোতলসহ নানা প্রকার বর্জ্য অপসারণ করা হয়।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে এক সময়ের খরস্রোতা নদীটির ময়লা-আবর্জনা মুক্ত করার এই উদ্যোগ নেয়া হয়।
এ সময় যুবদল সভাপতি জানান, এক সময়ের খরস্রোতা নরসুন্দা নদী বর্তমানে মৃতপ্রায়। দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে নদীটি। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে এটি। ময়লা ফেলে ভরাট করা হয়েছে সেতুগুলোর নিচ। ফলে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নেতৃত্বে মানবিক সমাজ বিনির্মাণে কাজ করছে যুবদল। এরই অংশ হিসেবে নরসুন্দা নদীর ময়লা-অবর্জনা অপসারণ করার উদ্যোগে নেয়া হয়।
মোনায়েম মুন্না বলেন, নদীর মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দাকে ঘিরে একটি মনোরম শহর গড়ে তোলা যেতো। কিন্তু বিগত আওয়ামী লীগের সময় পৌরসভা নিজেই ময়লা ফেলে নদী ভরাট করেছে। খননের নামে শত কোটি টাকার অপচয় ও লুটপাট হয়েছে। যুবদলের এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহ-সভাপতি মুস্তাক আহমেদ শাহীনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তারেক রহমানের নির্দেশে নরসুন্দা নদীর বড় বাজার ব্রিজ এলাকায় পানিপ্রবাহ সচল রাখতে এ বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে পর্যায়ক্রমে অন্য অংশগুলোতেও এমন কার্যক্রম চলবে।