শিরোনাম
◈ জমজমের পর আরেক বরকতময় পানি—কাবার ছাদ থেকে ঝরে পড়া রহমতের নালা ◈ “ডলার বাজারে স্বস্তি: সংকটের অবসান নাকি সাময়িক বিরতি?” ◈ অবশেষে আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক ◈ বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: দিল্লিতে যে বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা ◈ তিন পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি ◈ ভিসা নিয়ে যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার ◈ “ডাকসু নির্বাচন নিয়ে হঠাৎ নাটকীয়তা, উত্তেজনায় ফেটে পড়ল ঢাবি ক্যাম্পাস” ◈ জিয়া পরিবার নিয়ে কুটুক্তি: বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ◈ ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের সহকারী কমিশনার মিতু বরখাস্ত

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১০ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার মেঘনায় কাঁচামালবাহী জাহাজ ডুবি

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে একটি সিরামিক কোম্পানির কাঁচামালবাহী জাহাজ ডুবেছে। সোমবার ভোরে কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনানদীতে ডুবে যায়। 

জাহাজটির নাম এমভি রেক্সগ্লোরি-১। জাহাজের স্টাফরা জানান, বিষয়টি মালিকপক্ষকে অবহিত করা হয়েছে। তারা উদ্ধার জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজকে বিপদমুক্ত করার উদ্যোগ নেবেন। তবে এ বিষয়ে কোনো সরকারি দপ্তর জানে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জাহাজের সুকানী মো. শহিদুল ইসলাম ও স্থানীয় জেলেরা জানান, সিরামিক কাঁচামাল বোঝাই করে এমভি রেক্সগ্লোরি-১ চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। শুক্রবার রাতে ভোলার কাচিয়া ঘাটে নোঙর করে। সোমবার ভোরের দিকে নোঙর উঠিয়ে ঢাকার পথে যাত্রা শুরুর পর বিপরীত দিক থেকে আসা সুলতানা বক্কর নামের আরেকটি জাহাজ ধাক্কা দিলে রেক্সগ্লোরির তলা ফেটে যায়। এর পর থেকে ধীরে ধীরে জাহাজটি ডুবতে থাকে।

জাহাজে থাকা ১৩ জন স্টাফ স্থানীয় ট্রলারের সাহায্যে তীরের তুলাতুলি মাছঘাটে আশ্রয় নেন। সরেজমিনে দেখা যায়, জাহাজটি পুরোপুরি ডুবতে আরও ২-৩ হাত বাকি আছে। সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভোলা নদীবন্দর উপপরিচালক মো. রিয়াদ হোসেন জানান, তাঁকে বিষয়টি অবহিত করা হয়নি। একই কথা জানান ভোলা ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন। তিনি বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়