শিরোনাম
◈ এবার কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা ◈ ময়মনসিংহের ভালুকায় মা এবং দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর গাজীপুরে গ্রেফতার ◈ ‌সি‌রিজ জ‌য়ের স্বপ্ন নি‌য়ে রা‌তে শেষ ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার খবরে মমতার উদ্বেগ, ভারতের সংস্কার প্রস্তাব ◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা ◈ অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে ও‌য়েস্ট ইন্ডিজ বোর্ড কিংবদন্তিদের শরণাপন্ন  ◈ ছাত্রদল কেন শিবিরকে গুপ্ত সংগঠন বলছে? ◈ বিশ্বকাপের আ‌গে  বাংলা‌দেশ দল কলম্বোতে দু‌টি প্রস্তুতি ম্যাচ খেলবে ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০৮:৫৪ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে ৭টি নৌকা জব্দ, উদ্ধার ২১০ কেজি কাঁকড়া

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নলিয়ান ও কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে ৭টি নৌকা জব্দ করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২১০ কেজি অবৈধ কাঁকড়া ও কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম।

বন বিভাগের সূত্রে জানা গেছে, গত সোমবার (১৪ জুলাই) বিকালেদিনব্যাপী বিশেষ অভিযান চালায় নলিয়ান স্টেশনের বন রক্ষীরা। অভিযানে ৫টি নৌকা জব্দ করা হয়, যেগুলো দিয়ে সুন্দরবনের বিভিন্ন নদী-খালে অবৈধভাবে কাঁকড়া ও মাছ ধরা হচ্ছিল। অভিযানে নেতৃত্ব দেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. শমসের আলী।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।

এদিকে একই দিন কাশিয়াবাদ স্টেশনের জাবা নদীর মুড়ালীখাল এলাকায়ও অভিযান চালানো হয়। স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও দুটি নৌকা জব্দ করা হয় এবং কাঁকড়া ধরার ফাঁদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা গহীন বনে পালিয়ে যায়। এ ঘটনায় বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়