শিরোনাম
◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার ◈ কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে মা–বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে শাহিন আটক ◈ কাউকে দ্রুত স্টার বানাবেন না, তা‌তে খেলা নষ্ট হয়: ‌কোচ সালাহউদ্দিন ◈ ৯০ দিন পর খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেগে উঠছে পর্যটন ও মৎস্যজীবী জীবন ◈ জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল : জামায়াতে ইসলামী

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ১২:২৪ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী)প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারসহ আশ-পাশের বাজার গুলিতে হঠাৎ করেই কাঁচামরিচের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে।আজ শনিবার সকালে উপজেলার ঘোড়াশাল বাজারে কেজি প্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকা। একদিন আগেও এই কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা।

ক্রেতারা বলছেন, কয়েকদিন আগেও যেখানে কাঁচামরিচের কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, সেখানে এখন ৬০০ টাকা দামে কিনতে হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন।

ঘোড়াশাল বাজারের ব্যবসায়ী সোহেল মিয়া জানান, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এছাড়াও বৃষ্টিতে কাঁচা মরিচের গাছ মরে যাওয়ায় তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

বাজারের ক্রেতা ইয়াবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টির অজুহাত দেখিয়ে এভাবে কাঁচামরিচের দাম আকাশচুম্বী করাটা ব্যবসায়ীদর যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়েছেন বলেও তিনি জানান।

এদিকে সরকারিভাবে বাজার মনিটরিং ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী অন্য ক্রেতারাও। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম যদি এভাবে বাড়তে থাকে, তবে সাধারণ মানুষের রান্নাঘরে আগুন লেগে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়