শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:৪২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী : গ্রেফতার-২

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর বেলতলা এলাকায় টিএমএসএস’র কিস্তির টাকা আদায় করার সময় ৩ কর্মীকে আটক রেখে মারপিট ও নারী কর্মীর শ্লীলতাহানীর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের মো: ফজিল উদ্দীনের ছেলে মো: সবুজ (৩৩) টিএমএসএস নামক এনজিও থেকে গত বছরের ১৮ জুলাই সার্ভিস চার্জসহ মোট ১১ লাখ ৩৫ হাজার টাকা ঋন গ্রহন করে। পরে নিয়মানুযায়ী একটি কিস্তি পরিশোধ করার পর দীর্ঘদিন আর কোন কিস্তি জমা করেননি। এ অবস্থায় গত বছরের ২৮ নভেম্বর ওই এনজিও’র মাঠকর্মী শাহিনের সাথে ঋন গ্রহীতা সবুজের দেখা হলে কিস্তির টাকা নেওয়ার জন্য পরদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে বলে। তার কথামতো পরদিন বিকেলে মাঠকর্মী শাহিন সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাকে পিটিয়ে পেছনের একটি গুদামে আটকে রাখে। 

সেই অবস্থায় শাহিন কৌশলে তার পার্শ্ববর্তী শাখার রবীন্দ্রনাথ ও কুলসুমকে আটকের বিষয়টি জানালে তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সবুজ তাদেরও আটক করে মারপিট করে এবং কুলসুমের শ্লীলতাহানী করে। এসময় নগদ অর্থ ও স্বার্ণালংকার ছিনিয়ে নেয়। পরে টিএমএসএস’র ঠাকুরগাঁও জোন অফিসের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো: আলী আজম ব্যাপারী (৫৩) বাদী হয়ে গত বছরের চার ডিসেম্বর ৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নং আসামী মো: সবুজ ও তার ভাই মো: জুয়েল রানা (৩৮) কে গ্রেফতার করে। মামলায় অপর আসামীরা হলেন সবুজের ভাই মো: সোহেল রানা (৩৫) ও তার পিতা মো: ফজিল উদ্দীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়