শিরোনাম

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৮:২৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২৩, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি খরচে প্লেনে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত

আনিস তপন: সরকারি খরচে প্লেনে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত করেছে সরকার। 
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপে সই করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন। সূত্র: জাগো নিউজ.কম

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, মহামারি করোনাভাইরাস-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীকরণের নানামুখী পদক্ষেপের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি স্থগিত থাকবে।

এর আগে সরকার কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে বেশ কয়েকটি পদক্ষেপ নেয় সরকার। এর একটি ছিল সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ সীমিত করা। সূত্র: প্রথম আলো.কম

অর্থ বিভাগের এক আদেশে গত ৯ নভেম্বর বলা হয়, সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

অর্থ বিভাগের পক্ষ থেকে গত মার্চে আরেকটি পরিপত্র জারি করে বলা হয়, চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন অংশের বরাদ্দ শতভাগ ব্যয় করা যাবে। তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ খাতে বরাদ্দের ৭৫ শতাংশ ও জ্বালানি খাতে ৮০ শতাংশ ব্যয় করা যাবে। উন্নয়ন বাজেটের আওতায় নতুন গাড়ি কেনা যাবে না। সম্পাদনা: তারিক আল বান্না

এটি/টিএবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়