ফাহাদ ইফতেখার: [২] বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান প্রশাসনকে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারপ্রাপ্ত আফগান প্রধানমন্ত্রী মোল্লাহ হাসান আখুন্দ। ফ্রান্স ২৪, রয়টার্স
[৩] তিনি সম্মেলনে তিনি দাবি করেন, এমনকি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য সব ধরনের শর্ত পূরণ করা হয়েছে।
[৪] রয়টার্স জানিয়েছে, মোল্লা হাসান আখুন্দ ও তালিবান প্রশাসনের অন্য কর্মকর্তাদের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তারাও বুধবারের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে তালিবান আফগানিস্তানে অর্থ প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিলের আহ্বান জানায়। একইসঙ্গে প্রয়োজনীয় অর্থ ছাড়ের ব্যবস্থা না করায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে বলেও অভিযোগ করা হয়।