শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২১, ০৪:৩১ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২১, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়ছে কানাডায়

অনলাইন ডেস্ক: চলতি বছর অন্তত ৪ লাখ ১ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে কানাডা। আগামী বছর এ সংখ্যা আরো বাড়াতে চায় দেশটির সরকার। এ উদ্যোগের কারণে দেশটিতে বসবাসরত অভিবাসীদের স্থায়ী হওয়ার সুযোগ বাড়ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জাস্টিন ট্রুডোর সরকার। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেন দেশটির অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার। তিনি বলেন, গত বছর আমরা একটি বড় লক্ষ্য নির্ধারণ করেছিলাম। আমরা আজ তা অর্জন করে ফেলেছি।

চলতি বছর অনুমতি পাওয়াদের বেশির ভাগই আগে থেকে দেশটিতে বসবাস করে আসছে। অর্থনৈতিক চাকা সচল ও বয়স্ক জনসংখ্যার ওপর চাপ কমাতে অভিবাসীদের ওপর নির্ভর করে উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত দেশটি।

গত বছর কানাডায় স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্তদের সংখ্যা প্রায় ৪৫ শতাংশ কমে যায়। দেশটির ইমিগ্রেশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০২০ সালে মাত্র ১ লাখ ৮৫ হাজার অভিবাসী দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছিল। কভিড-১৯ মহামারীতে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় এ সংখ্যা কমে যায়।

গত শুক্রবার কয়েকটি নতুন তথ্য প্রকাশ করে কানাডা। এতে দেখা যায়, ছয় মাস ধরে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে। কভিড-১৯ মহামারীর আগে দেশটিতে অর্থনীতি যেমন ছিল, বর্তমানে তার কাছাকাছি পৌঁছেছে।

৩ কোটি ৮ লাখ নাগরিকের দেশ কানাডায় ২০১৫ সালে ক্ষমতায় আসেন জাস্টিন ট্রুডো। ক্ষমতাভার নেয়ার পর থেকেই তিনি নিজ দেশে অভিবাসন সুবিধা বাড়িয়েছেন। দেশটির অভিবাসন নীতি অনুসারে প্রতি বছর দেশটির মোট নাগরিকের অনুপাতে ১ শতাংশ মানুষকে অভিবাসন সুবিধা দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়