মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।
[৩] গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
[৪] আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীরা হলেন ১ নং মাওনা ইউনিয়নে জাহাঙ্গীর আলম খোকন, ২ নং গাজীপুর ইউনিয়ন আজহার হোসেন তালুকদার, ৩ নং তেলিহাটি ইউনিয়ন আলহাজ্ব আব্দুল বাতেন সরকার,৪নং কাওরাইদ ইউনিয়ন অ্যাডভোকেট আজিজুল হক, ৫ নং বরমী ইউনিয়ন আনোয়ার হোসেন সরকার, ৬ নং গোসিঙ্গা ইউনিয়ন মোঃ ছাইদুর রহমান , ৭ নং রাজাবাড়ি ইউনিয়ন মোসাঃ হাসিনা মমতাজ , ৮ নং প্রহলাদপুর ইউনিয়ন নুরুল হক আকন্দ ।