মামুন হোসেন: [২] ২০১৮ সালে স্বাক্ষরিত ৫.৪ বিলিয়ন ডলারের চুক্তির শর্তে ভারতকে অত্যাধুনিক এস-৪০০ মোবাইল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সরবরাহ শুরু করেছে রাশিয়া।
[৩] রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশনের (এফএসএমটিসি) প্রধান দিমিত্রি শুগায়েভ বলেছেন, ভারতের জন্য এস-৪০০ সরঞ্জামের সরবরাহ শুরু হয়েছে এবং সময়সূচী অনুযায়ী এগোচ্ছে।
[৪] কাউন্টারিং আমেরিকা’স অ্যাডভারসারিজ থ্রু সেনকশন অ্যাক্ট (সিএএটিএসএ) আইনের কারণে এই চুক্তিটির জন্য শাস্তির মুখোমুখি হতে পারে ভারত। সম্পাদনা : মোহাম্মদ রকিব