মামুন হোসেন: [২] সেনাবাহিনীর মুখপাত্র ওনয়েমা নওয়াচুকউ শনিবার এক বিবৃতিতে জানান, বোর্নো রাজ্যে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে একজন ব্রিগেডিয়ার জেনারেল ও নাইজেরিয়ান সেনাবাহিনীর আরও তিন কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজ্যের আস্কিরা উবা এলাকায়। প্রিমিয়ামটাইমস
[৩] সেনাপ্রধান লেফটেন্যান্ট-জেনারেল ড. ফারুক ইয়াহিয়া, নিহত নায়কদের পরিবার ও সম্পর্কের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পলায়নরত সন্ত্রাসীদের নির্মূল করতে পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ারও নির্দেশ দেন তিনি।
[৪] তার মতে, ইয়াহিয়া বলেন, সাহসী অফিসার এবং সৈন্যরা সাহসের সাথে নাইজেরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করেছেন তাদের নিজের জীবনের মূল্য দিয়ে। সম্পাদনা : মোহাম্মদ রকিব