শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৯:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নামিবিয়াকে ৫২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড

মাহিন সরকার : [২] নামিবিয়ার বিপক্ষে রানের বড় জয় পেল নিউজিল্যান্ড। এই জয়ে নিউজিল্যান্ডের পয়েন্ট হলো ৬। আগে ব্যাট করে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১৬৩ রান। জবাবে নামিবিয়া থামে ১১১ রানে।

[৩] শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় নামিবিয়া। দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেলকে চড়াও হতে দেননি নামিবিয়ার বোলাররা। গাপটিল ১৮ বলে ১৮ রান করে ডেভিড ভিসার বলে ক্যাচ আউট হন। ১৫ বলে ১৯ রান করে ফেরেন মিচেল। প্রথম ৬ ওভারে কিউইরা সংগ্রহ করে ২ উইকেটে ৪৩ রান।

[৪] নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ২৫ বলে ২৮ রান করেন। ডেভন কনওয়ে খেলেন আরও ধীরগতির ইনিংস, ১৮ বলে ১৭ রান। ১৪ ওভারে ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

[৫] পঞ্চম উইকেটে কিউইদের উদ্ধার করেন গ্লেন ফিলিপস ও জিমি নিশাম। শেষ ৬ ওভারে তাদের জুটি থেকে আসে ৭৬ রান। নিশাম ১ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। ফিলিপস খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংস। ফিলিপসের ২১ বলের ইনিংসে ছিল ১ চার ও ৩ ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

[৬] বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ৩৬ রান সংগ্রহ করে নামিবিয়া। সপ্তম ওভারে জিমি নিশামের বলে মাইকেল ফন লিঙ্গেন বোল্ড হওয়ার মাধ্যমে দলটি প্রথম উইকেট হারায়। পরের দুই ওভারে আরও দুটি উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। ১০২ রানের মধ্যে তাদের ৫ উইকেট পড়ে যায়।

[৭] নামিবিয়ার ভরসার প্রতীক ভিসা ১৭ বলে ১৬ রান করে টিম সাউদির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। নির্ধারিত ২০ ওভারে নামিবিয়া সংগ্রহ করে ১১১ রান। ফলে ৫২ রানের জয় পায় নিউজিল্যান্ড। দুইটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়