শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৯:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নামিবিয়াকে ৫২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড

মাহিন সরকার : [২] নামিবিয়ার বিপক্ষে রানের বড় জয় পেল নিউজিল্যান্ড। এই জয়ে নিউজিল্যান্ডের পয়েন্ট হলো ৬। আগে ব্যাট করে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১৬৩ রান। জবাবে নামিবিয়া থামে ১১১ রানে।

[৩] শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় নামিবিয়া। দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেলকে চড়াও হতে দেননি নামিবিয়ার বোলাররা। গাপটিল ১৮ বলে ১৮ রান করে ডেভিড ভিসার বলে ক্যাচ আউট হন। ১৫ বলে ১৯ রান করে ফেরেন মিচেল। প্রথম ৬ ওভারে কিউইরা সংগ্রহ করে ২ উইকেটে ৪৩ রান।

[৪] নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ২৫ বলে ২৮ রান করেন। ডেভন কনওয়ে খেলেন আরও ধীরগতির ইনিংস, ১৮ বলে ১৭ রান। ১৪ ওভারে ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

[৫] পঞ্চম উইকেটে কিউইদের উদ্ধার করেন গ্লেন ফিলিপস ও জিমি নিশাম। শেষ ৬ ওভারে তাদের জুটি থেকে আসে ৭৬ রান। নিশাম ১ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। ফিলিপস খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংস। ফিলিপসের ২১ বলের ইনিংসে ছিল ১ চার ও ৩ ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

[৬] বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ৩৬ রান সংগ্রহ করে নামিবিয়া। সপ্তম ওভারে জিমি নিশামের বলে মাইকেল ফন লিঙ্গেন বোল্ড হওয়ার মাধ্যমে দলটি প্রথম উইকেট হারায়। পরের দুই ওভারে আরও দুটি উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। ১০২ রানের মধ্যে তাদের ৫ উইকেট পড়ে যায়।

[৭] নামিবিয়ার ভরসার প্রতীক ভিসা ১৭ বলে ১৬ রান করে টিম সাউদির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। নির্ধারিত ২০ ওভারে নামিবিয়া সংগ্রহ করে ১১১ রান। ফলে ৫২ রানের জয় পায় নিউজিল্যান্ড। দুইটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়