মামুন হোসেন: [২] আর্ন্তজাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০১৭ সালে ভেনিজুয়েলার সরকার বিরোধী বিক্ষোভ দমনের সময় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছিলো কিনা তা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী কারাকাসে তিন দিনের সফর শেষে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান এই পদক্ষেপের ঘোষণা দেন। বিবিসি
[৩] ভেনেজুয়েলার বিরোধী দল এবং সরকার উভয়ই তাদের বিরোধীদের দ্বারা পরিচালিত অপরাধ তদন্তের জন্য আইসিসিকে অনুরোধ করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, রাষ্ট্র অপরাধ তদন্তের এ সিদ্ধান্তকে সম্মানের চোখে দেখে।
[৪] সুপ্রিমকোর্ট, বিরোধীদলীয় জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বিক্ষোভ শুরু হয়েছিলো। এ বিক্ষোভ চলাকালীন সহিংসতায় একশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলো। সম্পাদনা: সাকিবুল আলম