শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১০:৪০ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ানডে ম্যাচে কোহলির অধিনায়কত্ব থাকবে কিনা, তা নিয়ে ভারতীয় বোর্ডের বৈঠক

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারতের। বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে আর নেতৃত্ব দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ইতোমধ্যেই। ধারণা করা হচ্ছে, রোহিত শর্মাই ওই সিরিজে অধিনায়কত্ব করবেন। তবে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে নিউজ ১৮ এ বলা হচ্ছে, এবারে ওয়ান ডে ম্যাচেও কোহলিকে রাখা হবে কি না তা নিয়ে বৈঠকে বসছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

[৩] বলা হচ্ছে, আগামী দু-এক দিনের মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং জাতীয় নির্বাচকদের মধ্যে বৈঠক হবে। সেখানে ওয়ান ডে ক্রিকেটে কোহলিকে অধিনায়ক হিসেবে রাখা হবে কি না, তা নিয়ে আলোচনা হবে। চলতি বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে হেরে ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই।

[৪] এর আগে আরও একটি আইসিসি প্রতিযোগিতায় ট্রফি জিততে ব্যর্থ কোহলি। ফলে তাকে সরিয়ে দেয়ার সম্ভাবনাই বেশি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহর সাথে জাতীয় নির্বাচকদের বৈঠকে এই নিয়ে জোর আলোচনা হবে বলে শোনা যাচ্ছে।

[৫] ওয়ান ডে ম্যাচে রোহিত শর্মাকে দায়িত্ব দেয়া হতে পারে কি না, এমন প্রশ্নে বিসিসিআই কর্তৃপক্ষ বলছে, এখনই কারো নাম বলার সময় আসেনি। টি-২০ বিশ্বকাপটি শেষ হতে দিন। এছাড়া হেড কোচ হিসেবে খুব দ্রুত রাহুল দ্রাবিড় যোগ দিতে পারেন। তিনিও এ নিয়ে কথা বলবেন। তবে বিরাটকে শুধু টেস্ট ম্যাচগুলোতেই অধিনায়ক হিসেবে রাখা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে বিসিসিআই এর পক্ষ থেকে। - নিউজ১৮, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়