শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ কোটি টাকা পারিশ্রমিকে ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক: [২] অবশেষে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন সাবেক কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়। বর্তমান হেড কোচ রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হবেন তিনি। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহর বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। - আইসিসি

[৩]ভারতীয় জাতীয় ক্রিকেট দলের শক্ত পাইপলাইন তৈরিতে দ্রাবিডের অবদান উল্লেখ্যযোগ্য। তার হাত ধরেই উঠে এসেছে মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী'শ্ব, ঋষভ পান্থদের মতো তারকা ও প্রতিভাবান ক্রিকেটাররা। এবার তাই জাতীয় দলের গুরু দায়িত্বে দেখা যাবে তাকে। শুক্রবার মধ্যরাতে রাহুলের দায়িত্ব নেওয়ার খবরটি এসেছে প্রকাশ্যে। যদিও এই নিয়ে আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই।

[৪] আসন্ন টি-টোয়েন্টির বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। সেই সঙ্গে জাতীয় দলের হেড কোচের দায়িত্বে থাকা রবি শাস্ত্রীরও মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে শাস্ত্রীর সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী নয় বোর্ড। তাই তার জায়গায় যোগ্য কাউকেই খুঁজছিল ভারতীয় বোর্ড। ভারতের কোচ হতে আগ্রহ দেখিয়েছিলেন অনীল কুম্বলে, টম মুডির মতো হাই প্রোফাইল কোচরাও।
[৫]শেষ পর্যন্ত এই জায়গায় দ্রাবিড়কেই বসানোর সিদ্ধান্ত নেয় বোর্ড। এদিকে দ্রাবিড়ও জানিয়েছেন জাতীয় দলের দায়িত্ব নিতে মানসিকভাবে প্রস্তুত আছেন তিনি। বিশ্বকাপের পরপরই কোহলি, রোহিতদের দায়িত্ব নিবেন তিনি।

[৬]এই প্রসঙ্গে বিসিসিআই সূত্রে বলা হয়েছে ' দ্রাবিড় ভারতীয় জাতীয় পুরুষ সিনিয়র দলের কোচ হওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। তিনি কয়েকদিন পরেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদ থেকে সড়ে দাঁড়াবেন। আইসিসি

[৭]এদিকে দ্রাবিড়ের পাশাপাশি সাবেক ভারতীয় পেসার পরশ মামরেকে ২০২৩ পর্যন্ত জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিসিআই। সব ঠিক থাকলে আগামী দুই বছরের জন্য ভারতের জাতীয় দলের দায়িত্বে দেখা যাবে রাহুল দ্রাবিড়কে। এর জন্য দ্রাবিড় পারিশ্রমিক পাবেন ১০ কোটি টাকা।বিসিসিআই, সম্পাদনা : রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়