হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
[৩] শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
[৪] পুলিশ জানায়, জেলার কোতয়ালী থানা পুলিশ ৬ জন, আলফাডাঙ্গা থানা ৫ জন, ভাঙ্গা থানা ৮ জন, মধুখালী থানা ৪, চরভদ্রাসন থানা ১ জনসহ জেলা পুলিশ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করে।
[৫] ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, গ্রেপ্তারকৃতদের বিকেলে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।