শিরোনাম
◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচ‌নে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না? 

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২২ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথায় স্কুল ছাত্রের আত্মহত্যা

সনতচকবর্ত্তী: [২] ফরিদপুরের সালথায় জুনায়েদ ফকির নামে এক স্কুল ছাত্র আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে (৭) দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার সকাল ১১টায় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

[৩] পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল স্কুলে পরীক্ষা তাই সকালে জুনায়েদ ফকিরকে লেখা পড়া করতে বলেন মা। সকাল ১০টার দিকে লেখাপড়া শেষ হলে জুনায়েদের মা তাকে মাঠে খেলতে যেতে বলেন। জুনায়েদের বড় ভাই ইয়ার মাহমুদ বলেন, আমি ঘরে ঢুকে দেখি জুনায়েদ ঘরের আড়ার সাথে ঝুলছে। আমি চিৎকার দিলে আমার মা আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ নিচে নামাই।

[৪] জুনায়েদের দাদি তছিরন বেগম জানিয়েছে, জুনায়েদ বদ মেজাজি ছিল। সে মাঝে মধ্যেই একা একা চৌকির নিচে অথবা ঘরের চাঙ্গে আত্মগোপনে যেত, আবার বেরিয়ে আসতো । জুনায়েদের ফুফু নিলুফা বেগম জানান, প্রায় ১ বছর আগে জুনায়েদ নিজের খৎনা দেওয়ার জন্য পরিবারকে প্রচুর চাপ দেয় এবং নিজেই ছুরি দিয়ে খৎনা করতে যায়। সে পরিবারকে বলে ১টা গরু জবাই দিতে হবে।

[৫] মর্মান্তিক আত্মহত্যার খবর পেয়ে ছুটে যান সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। এ রিপোর্ট লিখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।

[৬] সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) আসিকুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়