শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২২ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথায় স্কুল ছাত্রের আত্মহত্যা

সনতচকবর্ত্তী: [২] ফরিদপুরের সালথায় জুনায়েদ ফকির নামে এক স্কুল ছাত্র আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে (৭) দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার সকাল ১১টায় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

[৩] পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল স্কুলে পরীক্ষা তাই সকালে জুনায়েদ ফকিরকে লেখা পড়া করতে বলেন মা। সকাল ১০টার দিকে লেখাপড়া শেষ হলে জুনায়েদের মা তাকে মাঠে খেলতে যেতে বলেন। জুনায়েদের বড় ভাই ইয়ার মাহমুদ বলেন, আমি ঘরে ঢুকে দেখি জুনায়েদ ঘরের আড়ার সাথে ঝুলছে। আমি চিৎকার দিলে আমার মা আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ নিচে নামাই।

[৪] জুনায়েদের দাদি তছিরন বেগম জানিয়েছে, জুনায়েদ বদ মেজাজি ছিল। সে মাঝে মধ্যেই একা একা চৌকির নিচে অথবা ঘরের চাঙ্গে আত্মগোপনে যেত, আবার বেরিয়ে আসতো । জুনায়েদের ফুফু নিলুফা বেগম জানান, প্রায় ১ বছর আগে জুনায়েদ নিজের খৎনা দেওয়ার জন্য পরিবারকে প্রচুর চাপ দেয় এবং নিজেই ছুরি দিয়ে খৎনা করতে যায়। সে পরিবারকে বলে ১টা গরু জবাই দিতে হবে।

[৫] মর্মান্তিক আত্মহত্যার খবর পেয়ে ছুটে যান সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। এ রিপোর্ট লিখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।

[৬] সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) আসিকুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়