সুজন কৈরী: [২] বোধবার রাত ১১টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইন্স SV 804 ফ্লাইট হতে সৌদি ফেরত একজন যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা থেকে ২ কেজি ৯০০ গ্রাম অবৈধ স্বর্ণের ২৫টি বার উদ্ধার আটক করেছে কাস্টম হাউস। তথ্য নিশ্চিত করেছেন মো. সানোয়ারুল কবীর, ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) কাস্টম হাউস, ঢাকা।
[৩] কাস্টম হাউস তথ্য মতে, আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
[৪] পাসপোর্ট তথ্যে জানা যায়, ব্যক্তির নাম মোহাম্মদ রিপন, জেলা কুমিল্লা।
[৫] আটককৃত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় প্রেরণ করার ব্যবস্থা চলমান।