শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩২ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ গল্পের রাবেয়া হলেন পরীমণি

ইমরুল শাহেদ: খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুনিন’ নিয়ে ছবি নির্মাণ করছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। এ ছবিটির রাবেয়া চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া। কিন্তু তিনি শিডিউল জটিলতার কারণে পরিচালকের সঙ্গে আলোচনার পর ছবিটি থেকে সরে যান। এখন ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন পরীমণি। তিনি গিয়াসউদ্দিন সেলিমের আগের ছবিতেও কাজ করেছেন। এছাড়াও ছবিটিতে অভিনয় করছেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম ও শরীফুল রাজ প্রমুখ। এরইমধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলেও গণমাধ্যমকে জানান গিয়াস উদ্দিন সেলিম। আগামী ১০ অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।

এর মানে মাদককাণ্ডে জামিনে থাকা পরীমণি জন্মদিনের আগেই শুটিংয়ে ফিরছেন। কথা ছিল তিনি জন্মদিন পালন করে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নিয়মিত শুটিংয়ের কাজ শুরু করবেন। ইতোমধ্যে তিনি দুই দিনের ডাবিংয়ের কাজও করেছেন। ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে পরীমণি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি জেল থেকে যেদিন বের হই সেদিনই গিয়াস উদ্দিন সেলিম ভাই প্রস্তাবটি দিয়েছিলেন। এটি আমার জন্য ছিল সেরা উপহারের মতো।’ ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় জোড়া একটি বটগাছের নিচে সেট তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এরপর সিনেমার বাকি কাজ হবে মানিকগঞ্জে।

৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে ‘গুনিন’-এর কাহিনি। সেখানে জিন-ভূত তাড়ানো হয়। গ্রামের বাইরে একটা আস্তানা আছে। সেখানে উড়ছে লাল কাপড়ের নিশান। সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া। এই চরিত্রটি করবেন পরীমণি। এই ছবিটি প্রযোজনা করছে একটি ওটিটি প্ল্যাটফর্ম। দেশে বর্তমানে অনুদানের অর্থ সহযোগিতা ছাড়া সাহিত্যকে উপজীব্য করে কোনো ছবি নির্মিত হয় না বললেই চলে। আগে বেসরকারি লগ্নীকারকরাই সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণ করতেন। তারই ফসল হিসেবে ঢাকার চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম, পদ্মানদীর মাঝি, লাল সালু এবং পোকামাকড়ের ঘরবসতির নির্মাণের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। এখন আর সেই উদ্যোগ নেই।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়