তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের তিনদিন পর কাজী মারুফ (১৪) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা পৌনে এগারটার দিকে কালাই নগর ঘাটের পূর্ব পাশে সড়কের পাশ থেকে উদ্ধারকৃত লাশটি উপজেলার আইয়ূবপুর গ্রামে মানিক মিয়ার ছেলে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল।
[৩] পুলিশ ও স্হানীয়রা জানায়, আইয়ূবপুর গ্রামের মধ্যপাড়া মানিক মিয়ার ছেলে ব্যাটারিচালিত অটোরিকশা চালক কাজী মারুফ বৃহস্পতিবার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়িতে না ফিরলে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনও সন্ধান পাননি। কালাইনগর গ্রামে সড়কের পাশে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
[৪] বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, এ ঘটনায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেছিল। মরদেহ উদ্ধার করে জেলা সদরের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার গায়ে শুধু একটি গেন্জি পড়া অবস্হায় ছিল। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন