শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রশিদ খানের পরিবর্তে মোহম্মদ নবী টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: [২] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রশিদ খানকে অধিনায়ক করে দল ঘোষণা করে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। কিন্তু দল ঘোষনার আট মিনিট পর এক টুইট বার্তায় রশিদ খান জানিয়ে দেন তিনি দলকে নেতৃত্ব দেবেন না। এর কারণ হিসেবে রশিদ খান জানান, বিশ্বকাপের দল দেয়ার আগে তাকে জানানো হয়নি।

[৩] এরপর আবার নতুন করে দল ঘোষণা করে এসিবি তবে সেই দলে ছিল না কোনও অধিনায়ক। তবে ঘন্টা খানিক পর নতুন অধিনায়কের নাম জানিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। এসিবি জানিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অল-রাউন্ডার মোহাম্মদ নবী।

[৪] টুইটারে রশিদ খান দলের নেতৃত্ব ছাড়ার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন, ‘একজন অধিনায়ক আর জাতির প্রতি দায়িত্বশীল ব্যক্তি হয়ে দল নির্বাচনের অংশ হওয়ার বিষয়টি আমার প্রাপ্য। এসিবি মিডিয়া (টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য) যে দলটি ঘোষণা করেছে, এর জন্য নির্বাচক কমিটি বা এসিবি আমার কোনো মতামতই নেয়নি। আফগানিস্তানের টি–টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা এখন থেকেই কার্যকর।

[৫] আফগানিস্তান বিশ্বকাপ দল: রশিদ খান, রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, হাসমতউল্লাহ শাহীদী, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবাদিন নাইব, নাভিন উল হক, হামিদ হাসান, শারাফুদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও কায়েস আহমেদ। রিজার্ভস: আফসার জাজাই ও ফরিদ আহমেদ। ক্রিকইনফো/ আরটিভিনিউজ, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়