শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৫ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেঙ্গু নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

শাহীন খন্দকার: [২] মঙ্গলবার ঢাকার দক্ষিণ সিটির সূত্রাপুরবাসী এই বিক্ষোভ মিছিল করেছেন। তাদের দাবি, দেশে ডেঙ্গু পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে। এটি মহামারি আকার ধারণ করলে নগরের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

[৩] ৭ সেপ্টেম্বর পুরান ঢাকার ৯১, নবাবপুর রোড এলাকায় সূত্রাপুরবাসীর পক্ষে ব্যবসায়ী, কর্মচারী ও এলাকাবাসী এ জনসমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ ইলেক্ট্রিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য শাহাদাত হোসেন মিকো বলেন, ‘করোনা মহামারির বিপর্যয় কাটিয়ে না উঠতেই মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আবির্ভূত হয়েছে ডেঙ্গু।

[৪] তিনি বলেন, দেশে এখন প্রতিদিন ডেঙ্গু সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে। দেশে ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ আছে এমন রোগী ১২ হাজার ছাড়িছে।’ কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে ডেঙ্গু পরিস্থিতি মহামারির দিকে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

[৫] এ সময়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্শন করে তিনি বলেন, ‘ঢাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। কিন্তু নগর প্রশাসনের এ নিয়ে মাথাব্যথা নেই। আমরা এর প্রতিকার চাই।’ শিশু সাহিত্যিক ও চিত্রাঙ্কন শিল্পী সাইফুল্লাহ নবীন বলেন, ‘মশার উপদ্রব এবং ময়লা-আবর্জনা এলাকাজুড়ে পড়ে আছে।

[৬] তিনি আরও বলেন, এসব পরিষ্কারের কোনও উদ্যোগও নেই। তাই ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।’ সমাবেশে সূত্রাপুরবাসীর পক্ষে আরও বক্তব্য রাখেন স্থানীয় যুবলীগ নেতা বুলবুল হোসেন, মোহাম্মদ রিয়াজ প্রমুখ। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়