শিরোনাম
◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি ◈ সকাল ৬টায় ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৭ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কনমেবলের নিয়ম অনুযায়ী আর্জেন্টিনাই পাবে ম্যাচের ৩ পয়েন্ট

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খেলতে আর্জেন্টিনার খেলোয়াড়রা সে দেশে গিয়ে তিন দিন থাকলেন, অনুশীলন করলেন। হোটেলে সময় কাটালেন। কোয়ারেন্টাইন না মানার জন্য অভিযুক্ত চার খেলোয়াড়কে তখন কিছু না বলে ম্যাচ শুরুর পর কিনা মাঠে গিয়ে হইচই শুরু করলেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। ফলাফল, বাকবিতণ্ডা, হাতাহাতি, মেসি-নেইমারদের সকল সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে পণ্ড হয়ে গেল ম্যাচ।

[৩] ওদিকে, লাতিন আমেরিকার আঞ্চলিক ফুটবল সংস্থা- কনমেবল আর্জেন্টিনাকে আশ্বস্ত করে, খেলতে পারবেন অভিযুক্ত এমিলিয়ানো মার্তিনেজ, জোভান্নি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ক্রিস্টিয়ান রোমেরো। এই চারজনের মধ্যে বুয়েন্দিয়া বাদে বাকি তিনজনই আর্জেন্টিনার মূল একাদশের হয়ে মাঠে নেমেছিলেন। গত তিন দিন কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়া ব্রাজিলের স্বাস্থ্য কর্তারা কিনা ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় গণ্ডগোলা পাকালেন। অভিযুক্ত চার খেলোয়াড়কে মাঠ থেকে নিয়ে যেতে চান তারা। এরপর আর্জেন্টিনার খেলোয়াড়দের সাথে তাদের বাকবিতণ্ডার সূত্রপাত। সেটি গড়ায় হাতাহাতি পর্যন্ত। তারপর তো ম্যাচই পণ্ড। স্বভাবতই প্রশ্ন জাগে, এই ম্যাচের পয়েন্ট পাবে কোন দল?

[৪] এ ক্ষেত্রে ব্রাজিল অন্তত কনমেবলের নিয়মকে নিজেদের পক্ষে পাচ্ছে না। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের শৃঙ্খলাবিধির ৭৪ নম্বর ধারায় স্পষ্টভাবেই উল্লেখ করা আছে, ম্যাচ শুরু হয়ে গেলে খেলা থামিয়ে খেলোয়াড়দের ম্যাচ খেলায় নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। খেলতে বাধা দেওয়া যাবে না। খেলোয়াড় সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা মেটাতে হবে ম্যাচ শুরুর আগে বা পরে। ম্যাচ চলাকালীন সময়ে এ নিয়ে বাগড়া দেয়ার সুযোগ নেই।

[৫] এমনটি হলে যে দলের কারণে ম্যাচ থেমে যাবে, সে দল তিন পয়েন্ট হারাবে। প্রতিপক্ষ দল পাবে সেই তিন পয়েন্ট। এ ক্ষেত্রে সে সুবিধাটা আর্জেন্টিানারই পাওয়ার কথা। অবশ্য এখন পর্যন্ত পয়েন্ট নিয়ে কনমেবল আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তারা জানিয়েছে, ম্যাচ রেফারি ও কমিশনার রিপোর্ট জমা দেবেন ফিফার শৃঙ্খলা কমিটির কাছে। বাকি সিদ্ধান্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থারই নেওয়ার কথা। - ইন্ডিয়ানএক্সপ্রেস/ যমুনাটিভি/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়