আখিরুজ্জামান সোহান: [২] পাকিস্তানের প্রথম নারী ও দেশের মধ্যে ৩য় ব্যাক্তি হিসেবে এভারেস্ট জয়ের তালিকায় নাম উঠিয়েছেন সামিনা খেয়াল বেগ । শুধু কি তাই? বিশ্বের সর্বকণিষ্ঠ মুসলিম নারী হিসেবে মাত্র ২১ বছর বয়সে প্রথম এভারেস্টের চূড়ায় পা রাখার বিরল দৃষ্টান্ত স্থাপন করে এই তরুনী।
[৩] পাশাপাশি পাকিস্তানের প্রথম নারী ও সর্বকণিষ্ঠ মুসলিম নারী হিসেবেও নেপালের ৭ সামিটে আরোহণের রেকর্ড গড়েছেন সামিনা।
[৪] ২০১০ সালে পাকিস্তানে অবস্থিত প্রায় ৬ হাজার মিটার উচু চাসকিন সার পর্বতের চূড়ায় প্রথম মানুষ হিসেবে পা রাখেন এই বিস্ময় নারী। তার এই অসামান্য কৃতিত্বের প্রমাণসরূপ পর্বতটির নামকরন করা হয় তারই নামে।
[৫] ২০১১ সালে আরেক অসাধ্য সাধণে ব্রত হয় এই তরুনী, প্রায় ৭ কিলোমিটার উচু 'কোহ-ই-ব্রোবার' পর্বতে আরোহণের সিদ্ধান্ত নেয় সামিনা। পরে যদিও বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি এই অভিযান।
সূত্র: স্টার্ট আপ পাকিস্তান