শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সোহেল রানা: [২] চুয়াডাঙ্গার বিভিন্ন স্থান থেকে পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাই এর ঘটনায় জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করাসহ তদের কাছ থেকে ছিনতাইকৃত ৫টি মোবাইল ফোনসহ একাধিক ফোনের কভার ও খেলনা পিস্তল উদ্ধার করেছে সদর থানার পুলিশ। শনিবার রাতে পার্শবর্তী ঝিনাইদহ জেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, ছিনাইদহ মহেশপুর থানার পুরন্দরপুর গ্রামের আনসার আলীর ছেলে ইসমাইল খান আরিফ (৩০) ও তার এক সহযোগী একই এলাকার উত্তম কুমার। আজ (১ আগস্ট) রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল জাহাঙ্গীর আলম বলেন, গত ১৭ জুলাই সন্ধ্যর পর চুয়াডাঙ্গা সদর উপজেলার উক্ত গ্রামে সড়কের পাশে কয়েকজন যুবক মোবাইলে ফ্রি ফায়ার গেম ও লুডু খেলছিলো।

[৪] এ সময় পুলিশ পরিচয়ে ৩/৪ জনের একটি দল এসে তাদেরকে হালকা মারধর করে মোবাইলফোন গুলো কেড়ে নেই। মোবাইল নিয়ে যাওয়ার সময় তাদেরকে বলে স্থানীয় মেম্বারের সাথে যোগাযোগ করে ফোনগুলো নিয়ে আসতে। ঘটনার দিন রাতেই উক্ত এলাকার টহল পুলিশের মাধ্যমে তারা জানতে পারে মোবাইল নিয়ে যাওয়া ব্যক্তিরা পুলিশ না, তার কৌশলে মোবাইলগুলো ছিনাতাই করে নিয়েছে।
[৫] আবার গত ২৬ শে জুলাই চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া ও কিরনগাছি এলাকায় ভুয়া অভিযান চালিয়ে আরও তিনটি মোবাইলফোন কেড়ে নেই এই প্রতারক চক্রটি। এ ধরনের কয়েকটি ছিনতাইয়ের খবর পেয়ে নড়ে চড়ে বসে চুয়াডাঙ্গার পুলিশ। যে কোনো মূল্যে এই চক্রটিকে গ্রেপ্তারের নির্দেশ দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। ওই নির্দেশের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল এর নেতৃত্বে চক্রটিকে ধরতে মাঠে নামে সদর থানার পুলিশ।

[৬] অভিযানে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান এর সার্বিক তত্তাবধানে, পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নির্নয় করার পর (ওসি) অপারেশন ইকরামুল হোসাইন, উপ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান ও সামিম হাসানসহ সদর থানার একটি চৌকস টিম পৃথক অভিযান চালিয়ে গতকাল রাতেই চক্রের নেতৃত্ব প্রদানকারী প্রধান আসামী ইসমাইল খান আরিফ ও তার এক সহযোগী উত্তম কুমারকে গ্রেপ্তার করেন।

[৭] এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৬টি মোবাইলের মধ্যে ৫টি মোবাইল ফোন এবং এ এলাকার বিভিন্ন স্থান হতে ছিনতাই হওয়া মোবাইল ফোনের একাধিক কভার ও একটি খেলনা পিস্তলসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয় গ্রেপ্তারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। এবং তাদের বিরুদ্ধে যথাযত আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়