মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে সেনাসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম।
[৩] কঠোরতম লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্টে তৎপর রয়েছে পুলিশের পাশাপাশি ব্যাটেলিয়ন আনসার সদস্যরা।টহলে আছে সেনাবাহিনী ও বিজিবি।
[৪] শনিবার(২৪জুলাই) পৃথকভাবে সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার।
[৫] এসময় বিভিন্নস্থানে অলিগলিতে দরজা বন্ধ করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে ৪ টি মামলায় ৪ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।এ সময় সবাইকে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অসহায়,রিকশাচালক ও শ্রমিকদের মাঝে বিনামূলে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালত এসময় থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
[৬] শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলাম বলেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি পালনের পাশাপাশি কেউ যেন দোকান-পাট খোলা রেখে ব্যবসা করতে না পারে সেই বিষয়ে এবার প্রশাসন গুরুত্ব দিয়েছে। এছাড়াও অলিগলিতেও প্রশাসন টহল দিচ্ছে।যাতে করে কোনো দোকান-পাট খোলা না থাকে। জরুরি সেবা ব্যতিত কেউ বাইরে বের হতে না পারলে আমরা আশা করছি-করোনার এই মহামারী খুব দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।