শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১২:৪১ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী থেকে ১৪৫টি কোরবানির পশু নিয়ে ঢাকার পথে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু

ইফতেখার আলম: [২] কোরবানির পশু পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলু করেছে রেল কর্তৃপক্ষ। ফলে এই অঞ্চলের খামারি ও ব্যবসায়ীদের গরু অল্প খরচে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হবে। এ ট্রেনে গরু ছাড়াও মহিষ, ছাগল, ভেড়াও পরিবহন করা হবে। ১৯ জুলাই পর্যন্ত এই ট্রেন চলাচল করবে।

[৩] পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, শনিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী স্টেশন থেকেই বিশেষ ক্যাটল ট্রেন ছেড়ে যায়। এর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টায় যাত্রা শুরু করে ট্রেনটি।
জানা গেছে, করোনাকালীন গবাদি পশু ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী কোরবানি পশু পরিবহনে রেলের এই স্পেশাল ট্র্রেন চালু করার উদ্যোগ গ্রহণ করে। এ ট্র্রেনের প্রত্যেকটিতে ৪০০টি পশু পরিবহনের ব্যবস্থা রয়েছে। খামারি তথা পশু ব্যবসায়িদের থেকে ১২০টি গরু পরিবহনের চাহিদা থাকায় শনিবার বিকেলেই ক্যাটেল ট্রেনে গবাদি পশু যায় ঢাকায়। এর মধ্যে চাঁপাইয়ের রয়েছে ৮০টি, রাজশাহীর ২০টি ও সিরাজগঞ্জের বড়ালব্রিজের থেকে উঠবে আরও ২০টি গরু।

[৪]  ক্যাটেল ট্রেন বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি সহ রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
গত বছরও ব্যবসায়ীদের সুবিধার জন্য এই ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়। তবে ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় মাত্র একদিন চলাচল করেছিল এই ট্রেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়