জুলফিকার আমীন : [২] পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিন ওরফে আকাশ (৩৪) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে উপজেলার হোতখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই গ্রামের বাবুল সরদারের ছেলে।
[৩] মঠবাড়িয়া থানার এএসআই আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আকাশের নামে ভান্ডারিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২০১৮ সালে পিরোজপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে যাবজ্জীবন সাজা ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সাজা প্রদান করা করেন। এয়াড়া তার নামে শরনখোলা থানায় একটি ডাকাতি মামলা রয়েছে।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আকাশকে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।