মনিরুল ইসলাম: [২] বেগম খালেদা জিয়াকে নিয়ে সংসদ নেতার বক্তব্য শালীনতা বিবর্জিত বলে মনে করে বিএনপি।
[৩] শনিবার ৩ জুলাই অনুষ্ঠিত দলটির জাতীয় স্থায়ী কমিটির সভা এ মত দেয়।
[৪] রোববার দুপুরে জাতীয় স্থায়ী কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
[৫] মির্জা ফখরুল বলেন, সংসদে সংসদ নেতা শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত এবং রাজনৈতিক শালীনতা বিবর্জিত। সংসদ নেতা তার মনগড়া গল্পকাহিনীর মধ্যে দিয়ে একজন মহান মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং জনগণের আস্থাভাজন নেতাকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছেন। সভা এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ জানায়। সভা মনে করে সংসদ নেতা ও আইন মন্ত্রীর এই ধরনের মন্তব্য খারাপ নজির স্থাপন করছে।
[৬] মির্জা ফখরুল বলেন, সভা মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে সাজানো মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। অথচ একই ধরনের মামলায় অন্যান্য অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে।
[৭] তিনি বলেন, দেশনেত্রীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বাসভবনে সাময়িকভাবে স্থানান্তরের যে নির্দেশ দেওয়া হয়েছে তা প্রশাসনিক নির্দেশ। আইনের কোথাও এ কথা বলা নেই যে, সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে পারবে না।
[৮] বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।