সোহাগ হাসান: [২] জেলার শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা আদিবাসি নারী (৩৫)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাহবুব আলম (৪৬)নামের এক আনসার সদস্যর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
[৩] বৃহস্পতিবার(২৪ জুন) সকালে এতথ্য নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদখান।
[৪] অভিযুক্ত আনসার সদস্য তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সরাবাড়ি গ্রামের নওজেশআলীর ছেলে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, শাহজাদপুর উপজেলার নির্বাহীঅফিসারের সরকারি বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য মাহবুব আলম মঙ্গলবার রাতেপাশের শাহজাদপুর উপজেলা জনপ্রকৌশল অধিদপ্তরের একটি দ্বিতল ভবনের অস্থায়ী ক্যাম্পেরাত্রিযাপন কালে রাত দেড়টার দিকে পাশের বাগদীপাড়া মহল্লার স্বামী পরিত্যাক্তা আদিবাসিনারীর ভাঙ্গাবেড়া দিয়ে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে।
[৫] মেয়েটির চিৎকারেআশপাশের লোকজন ছুটে এলে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এঘটনায় বুধবার দুপুরেভিকটিম নিজেই বাদী হয়ে আনসার সদস্য মাহবুব আলমকে আসামী করে শাহজাদপুর থানায় একটিধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন। শাহজাদপুরউপজেলা আনসার ভিডিপি অফিসার ইনামুল হক জানান, সিরাজগঞ্জ জেলা আনসার ভিডিপির কমান্ডেন্টঅফিসার সিফাত-ই-খোদা মাহবুব আলমকে সাময়ীক বরখাস্ত করেন।
[৬] এছাড়া এ ঘটনা তদন্তে তিনি সিরাজগঞ্জ জেলা আনসার ভিডিপির সহকারী কমান্ডেন্ট অফিসার মো: জসীম উদ্দিনকে প্রধান করে ৩সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে তাদের তদন্তপ্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
[৭] জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট অফিসার সিফাত-ই-খোদা জানান, বিষয়টিঅবগত হওয়ারপর তাকে সাময়ীক বরখাস্ত ও ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছি।
[৮] শাহজাদপুরউপজেলার নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা জানান, এ ঘটনায় ওই আনসার সদস্যরবিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ