শিরোনাম
◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত ◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ (ভিডিও) ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন গলার কাটা, সুযোগ নিতে পারে অন্যরা ◈ প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়! ◈ ১২ ফেব্রুয়া‌রি নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিনেত্রী বা একজন নারী সামাজিকভাবে কেউই নিরাপদ নয়, তাদের অভিযোগকেও গুরুত্ব দেয়া হয় না: কাবেরী গায়েন

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার বিবিসি বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় চেয়ারপারসন কাবেরী গায়েন এ কথা বলেন।

[৩] তিনি বলেন, পরীমণির ঘটনাটি নতুন নয়। এর আগে মডেল তিন্নিকে হত্যা করা হয়েছিলো। শুধুমাত্র বিনোদন ইন্ডাস্ট্রিতে এই ঘটনা ঘটছে না, সারা দেশেই বিভিন্ন ধরনের ঘটনা অহরহ ঘটছে। নারীরা বিভিন্নভাবে লাঞ্চিতও হচ্ছেন।

[৪] এই অধ্যাপক বলেন, আমরা সাধারণভাবে ধরেই নেই বিনোদন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা সবাই খারাপ। যেদিন পরীমণির নিউজটি করা হয়, তার কমেন্টেসে ৬৫ হাজার হা হা রিয়েক্ট পড়েছিলো। অর্থাৎ এই মানুষগুলো ধরে নিয়েছিলো যেহেতু পরীমনি রাতের বেলা ব্যবসায়ীদের মাঝে গিয়েছিলো, তার মানে তিনি খারাপ মানুষ। তার অভিযোগ করার কোনও অধিকারই নেই।

[৫] কাবেরী গায়েন বলেন, ধারণাটি এমন, যে নারীরা চলচিত্র শিল্পে কাজ করেন, তারা ব্যবসায়ী শ্রেণির ভোগের পণ্য। একই মানসিকতা শিল্পী সমিতিরও, যে কারণে শিল্পী সমিতিও তার পাশে দাঁড়ায়নি।

[৬] তিনি বলেন, আমাদের মস্তিস্কের মধ্যে গেঁথে আছে। যে একজন নারী তিনি যদি ‘যৌন আবেদনময়ী’ হোন তাহলে তার অভিযোগটি কেউ গুরুত্বের সাথে নেয়না। তাকে হা হা রিয়েক্ট করা হবে। তাকে বিশ্বাস করা যাবে না। এইভাবেই ভিকটিমকে দোষী হিসেবে সাব্যস্ত করা হয়। এই সমস্ত ঘটনা ও পরীমনির ঘটনা দিয়ে সেটিই আশংকা করা যায়।

[৭] তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে এই পরিস্থিতিটি আছে, যদি কোনও একটি নারী ধর্ষণের শিকার হয় তাকে বেশ্যা বা যৌনকর্মী হিসেবে ভাইরাল করা হয়’। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়