শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃষ্টিতে জলাবদ্ধতা, নাকাল রাজধানীবাসি, সারাদিন থাকবে মেঘলা আকাশ

সমীরণ রায়: [২] রাজধানীতে সকাল ৮ টা থেকে ৩০ মিনিট বৃষ্টি হয়। এতে করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোয় হাটু পানি হয়েছে। ফলে রিকশা, সিনজি ও বাসসহ যান চলাচলে দেখা দিয়েছে বিঘ্ন। শনিবার থাকায় সরকারি ছুটি দিন। সঙ্গত কারণে কর্মব্যস্ত ও বেসরকারি জীবী অফিসগামী মানুষরা পড়েছেন বিপাকে।

[৩] শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশজুড়ে বয়ে যাওয়া দাবদাহের তাপ কমে আসবে।

[৪] বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, রাজধানীসহ ঢাকায় সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টি খুব বেশি হলে এক থেকে দেড় ঘণ্টা থাকতে পারে। এরপর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া বিকেলের পর হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

[৫] আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

[৬] রংপুর, দিনাজপুর, নীলফামারি ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহ প্রশমিত হতে পারে। এছাড়া আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

[৭] গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিরাজগঞ্জ জেলার তারাশে ৩১ মিলি.।

  • সর্বশেষ
  • জনপ্রিয়