শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃষ্টিতে জলাবদ্ধতা, নাকাল রাজধানীবাসি, সারাদিন থাকবে মেঘলা আকাশ

সমীরণ রায়: [২] রাজধানীতে সকাল ৮ টা থেকে ৩০ মিনিট বৃষ্টি হয়। এতে করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোয় হাটু পানি হয়েছে। ফলে রিকশা, সিনজি ও বাসসহ যান চলাচলে দেখা দিয়েছে বিঘ্ন। শনিবার থাকায় সরকারি ছুটি দিন। সঙ্গত কারণে কর্মব্যস্ত ও বেসরকারি জীবী অফিসগামী মানুষরা পড়েছেন বিপাকে।

[৩] শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশজুড়ে বয়ে যাওয়া দাবদাহের তাপ কমে আসবে।

[৪] বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, রাজধানীসহ ঢাকায় সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টি খুব বেশি হলে এক থেকে দেড় ঘণ্টা থাকতে পারে। এরপর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া বিকেলের পর হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

[৫] আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

[৬] রংপুর, দিনাজপুর, নীলফামারি ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহ প্রশমিত হতে পারে। এছাড়া আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

[৭] গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিরাজগঞ্জ জেলার তারাশে ৩১ মিলি.।

  • সর্বশেষ
  • জনপ্রিয়