শিরোনাম
◈ আমাদের মূল দায়িত্ব নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা: র‌্যাব মহাপরিচালক ◈ বাইরের চাপের কাছে বাঙালি নতি স্বীকার করে না: প্রধানমন্ত্রী ◈ আওয়ামী লীগ সরকার স্মার্ট লুটপাটের বাজেট দিয়েছে: মির্জা ফখরুল ◈ সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হাইতিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৪ ◈ সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করছে: তথ্যমন্ত্রী ◈ আগামী বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে: বিশ্বব্যাংক ◈ এমন কোনো রাজনৈতিক সংকট তৈরি হয়নি যে জাতিসংঘের হস্তক্ষেপ করতে হবে: কাদের ◈ ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৫, আহত ১৩

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ১২:২১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে রাতের আধারে ব্রিজে দাঁড়িয়ে দুই বন্ধুর গল্প, ট্রাক চাপায় একজনের মৃত্যু

অহিদ মুুকুল:[২] ঢাকা-রামগঞ্জ মহাসড়কের নোয়াখালীর সোনাইমুড়ী অংশে ট্রাক চাপায় আবদুল হান্নান (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যবসায়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি এলাকার মতিমিয়া ভূইয়া বাড়ির আব্দুল হকের ছেলে।

[৩] মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার জয়াগ ইউয়িনের ঢাকা-রামগঞ্জ মহাসড়কের ৮নং ওয়ার্ডের আমকি মহিলা মাদরাসা সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানায়, নিহত আবদুল হান্নান ও প্রিন্সিপাল জহিরুল ইসলাম রাত পৌনে ৮টার দিকে আমকি এলাকার ঢাকা-রামগঞ্জ সড়কের পাশে একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে গল্প করছিলেন।

[৪] ওই সময় চাটখিল থেকে একটি ট্রাক সোনাইমুড়ী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর উঠে যায়। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই ব্যবসায়ী আবদুল হান্নান মারা যায়। এ সময় তার সাথে থাকা আমকি মহিলা মাদরাসার প্রিন্সিপাল জহিরুল ইসলাম(৫৫) গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাকে আশংকাজনক অবস্থায় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

[৫] এসময় দুর্ঘটনা কবলিত ট্রাকটি এলাকাবাসী জব্দ করেছে। পরে পুলিশ ট্রাকটি তাদের হেফাজতে নেয়। তবে ট্রাকের চালক ঘটনার সাথে সাথে পালিয়ে যায়।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়