জাহিদুল কবীর: [২] মঙ্গলবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসাবে যোগদান করেছেন ডাক্তার আক্তারুজ্জামান।
এর আগে তিনি ঢাকায় ডিজি অফিসে সহকারী পরিচালক ও ঝিনাইদহে সংযুক্ত ছিলেন।
[৩] নতুন তত্ত্বাবধায়ক আকতারুজ্জামান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাড়িহাটা গ্রামে তার জন্ম। ২৫তম বিসিএসে তিনি যশোরের কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। এর পরে তিনি যশোরের বাঘারপাড়ার উপজেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।
[৪] নাক কান গলা ও মেডিসিন বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, হাসপাতালে পূর্বসুরীদের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের এখানকার ভাল কাজ প্রতিষ্ঠানটি যেন স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সম্পাদনা: সাদেক আলী