নিজস্ব প্রতিবেদক: [২] ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩০ রানে মেহেদী মিরাজের ঘূর্ণিতে ২১ রান করা দানুসকা সাজ ঘরে ফিরে টাইগার ভক্তদের উল্লসিত করেন।১০ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ৫০ রান।
[৩] এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মিরপুরে প্রথম ওয়ানডে বোরবার টসে জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ফিফটিতে ৬ উইকেটে সংগ্রহ করে ২৫৭ রান।
[৪] ইনিংসের শুরুতেই ০ রানে ওপেনার লিটন দাস, ১৫ রানে সাকিব, শূণ্য রানে মিঠুন ও ৫২ রানে তামিম আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। ৯৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ১০৮ রানের জুটি। মুশফিক ৮৪ ও রিয়াদ ৫৪ রানে আউট হলেও আফিফ ২৭ ও সাইফুদ্দিন ১৩ রানে অপরাজিত থাকেন। লঙ্কান পক্ষে ডি সিলভা ৩ টি উইকেট পতন করেন।