মাহামুদুল পরশ: [২] তবে এখন ভয়াবহ সংক্রমণ মোকাবেলা করছে দ্বীপটি। করোনা সংক্রমণের শুরু থেকেই বেশ শক্ত অবস্থান ছিলো চীনের উপকূলীয় দ্বীপ তাইওয়ানের। তবে গতবছরের পর থেকেই দেশটিতে করোনা সংক্রমণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
[৩] দ্বীপটির সেন্ট্রাল এপেডেমিক কমান্ড সেন্টারের তথ্য মোতাবেক, সোমবার দ্বীপটিতে মোট ৩৩৫ জন নতুন করোনা শনাক্ত হয়, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এর আগে দ্বীপটিতে একদিনে সর্বোচ্চ ২০৭ জন করোনা আক্রান্ত হয়েছিলো।
[৪] চলতি সপ্তাহের শনিবার থেকে তাইওয়ানের কর্তৃপক্ষ দ্বীপটির রেস্টুরেন্ট, ক্লাব, জিম, বার সহ সকল কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে উন্মুক্ত স্থানে জনসমাগম সহ মাস্ক ছাড়া ঘর থেকে বেড় হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
[৫] উপরোক্ত আইন অমান্য করলে ৩ থেকে ১৫ হাজার তাইওয়ানি ডলার জরিমানা করা হতে পারে বলে ঘোষণা দিয়েছে পরিচালনা কর্তৃপক্ষ। সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গেসঙ্গেই দ্বীপটির সকল স্কুল ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল