শিরোনাম
◈ ১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন ◈ বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু ◈ আমন মৌসুমে ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ ◈ আট দিনেই ৭৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭০ শতাংশ ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর ◈ আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ ◈ আগের মতোই মাঠে থাকছেন সেনাবাহিনীর সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ (ভিডিও) ◈ ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চট্টগ্রামে ছিনতাইয়ের চেষ্টাকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরের ডবল ডবলমুরিং থানা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ কিশোর ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] থানা সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হল, মো. জাফর ইকবাল প্রকাশ মাসুম (১৬), মো. জহিরুল ইসলাম (১৬) এবং মো. শরীফ (১৩)।

[৪] ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, পবিত্র ঈদ উপলক্ষ্যে কিশোর গ্যাং সক্রিয় হয়ে ওঠে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে।

[৫] তিনি বলেন, ছিনতাই বিরোধী বিশেষ টহলের সময় আখতারুজ্জামান সেন্টারের সামনে এই তিন কিশোরকে দেখে তাদের আচরণে সন্দেহ করে পুলিশ। তারা পুলিশ দেখার পরই দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সন্দেহটা আরো ঘনীভূত হয় পরে তাদের ধাওয়া করে আটক করা হয়।

[৬] এসময় তাদের তল্লাশি করে একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অপেক্ষা করছিল বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি মহসীন। সম্পাদনা : টিএম হুদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়