শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ০৬ মে, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় খুবই অল্প বয়সী কিশোরসহ ৫ জন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজু চৌধুরী: পথচারীর দামি জিনিস টান দিয়ে দৌঁড় দেওয়া ছিনতাইকারীদের মধ্যে অল্প বয়সী কিশোররাই বেশি জড়িত। তারা স্বেচ্ছায়়, নাকি কারো ইশারায়় চলে এই চক্র? খুবই অল্প বয়সী কিশোররা যখন বারবার পুলিশের হাতে ধরা পড়ে তখন এই প্রশ্নটাই সবার মাঝে ঘুরপাক খায়। এমনই ছিনতাই কাজে জড়িত ৩টি ছোরা সহ চক্রের ০৫ কিশোর সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (৫ মে) সন্ধ্যায় থানা সূত্রে জানায়, আটককৃত কিশোররা টিপ ছোরা নিয়ে মঙ্গলবার রাতের বেলায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন করছিল।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন এর নেতৃত্বে কোতোয়ালী থানার এসআই আরাফাত, এএসআই অনুপ বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার গভীর রাতেে নগরীর নিউ মার্কেট পুরাতন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি ছোরা সহ মোঃ রুবেল (২৪), মনির হোসেন প্রকাশ কালা মনির (২১), মোঃ অপু প্রকাশ হৃদয় (১২), কাউসার (১৪) ও মোঃ জুয়েল (১৩) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে জানায়, ছিনিয়ে নিয়ে দৌঁড় দিয়ে চলে যাওয়া তাদের এক অভিনব কৌশল।
গ্রেফতারকৃত কিশোরদের মধ্যে মোঃ রুবেল ২৪ বছর, সে বাকলিয়া থানার বাস্তুহারা, নতুন ব্রীজ ইমনের কলোনী এলাকার, মনির হোসেন প্রকাশ কালা মনির বয়স ২১ বছর, রেলস্টেশন এলাকায় ভাসমান, মোঃ অপু প্রকাশ হৃদয় ১২ বছর বয়স চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় ভাসমান, কাউসার এর বয়স ১৪ ষ্টেশন রোড এলাকায় ভাসমান, মোঃ জুয়েল ১৩ বছর ষ্টেশন রোড এলাকায় ভাসমান।

এসআই আরাফাত জানান, আটককৃত ছিনতাইকারীরা সবাই কিশোর, তারা ছো মেরে পথচারীর মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়, কিন্তু তারা কৌশল করে এমনভাবে পালায় তাদের ধরা যায় না। আবার তাদের মধ্যে কয়েকজনের বয়সও কম। কিন্তু বয়স কম হলেও তারা দৌঁড়ে উঠে দুর্বার গতিতে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান এসআই মোঃ আরাফাত হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়